সমবায় অধিদপ্তর, উপজেলা সমবায় কার্যালয়, তিতাস, কুমিল্লা জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত সমবায় অধিদপ্তরের আওতাধীন দপ্তর হিসেবে পরিচালিত হচ্ছে।
উপজেলা সমবায় কার্যালয় তিতাস, কুমিল্লা এর এক নজরে কার্যাবলীঃ
০১। কেন্দ্রীয় সমিতি-০১ টি
০২।মোট প্রাথমিক সমিতি- ৫৫ টি
০৩।মোট সদস্য সংখ্যা-২৮৮৪ জন
০৪। মোট শেয়ার-২১.৫৭(লক্ষ) টাকা।
০৫। মোট সঞ্চয় আমানত-৪২১.০২(লক্ষ) টাকা
০৬।মোট কার্যকরী মুলধন-৪৪২.৫৯-(লক্ষ) টাকা
৭। সমিতি মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির সংখ্যা- ১৬০ জন।(ক্রমপুঞ্জিভুত)
০৮। নিজস্ব মুলধনের মাধ্যমে বিনিয়োগকৃত টাকা-১৪৭.০ টাকা( ২০২১-২০২২অর্থ বছর)
০৯। সমিতির মাধমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি-১৪০ জন।
১০। উপকার ভোগীর সংখ্যা-৭৪৭ জন।( ক্রমপুঞ্জিভ’ত)
১১।অডিট সেস-ধার্য এবং আদায়-১২১৯৮/-টাকা (২০২১-২০২২)
১২। সমবায় উন্নয়ন তহবিল ধার্য এবং আদায়-৩৬৪৯/-টাকা (২০২১-২০২২)
১৩। অডিট যোগ্য-৩৮ টি ,সম্পাদন জানুয়ারী/২২-৩০ টি।
১৪। ভ্রাম্যমান প্রশিক্ষন প্রদান-৭৫ জন। (২০২১-২০২২)
১৫। নির্বাচন যোগ্য ১২ টি । জানুয়ারী/২২ ইং পযর্ন্ত কমিটি গঠন-৮ টি।
১৬।বাষিক ষাধারন সভা-০৮ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস